ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চিকিৎসকদের সুরক্ষায় এনআরবিসি ব্যাংকের পিপিই-মাস্ক বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
চিকিৎসকদের সুরক্ষায় এনআরবিসি ব্যাংকের পিপিই-মাস্ক বিতরণ .

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক।

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ-এর হাতে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।  

এছাড়া এদিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেলার খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়।

সুরক্ষাসামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য ৪৫টি পিপিই, ৫০০টি সার্জিক্যাল মাস্ক, ৭৫টি কেএন-৯৫ মাস্ক ও উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।