ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জামানতের অর্ধেক টাকা ঋণ নিতে পারবে রিক্রুটিং এজেন্সিগুলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
জামানতের অর্ধেক টাকা ঋণ নিতে পারবে রিক্রুটিং এজেন্সিগুলো

ঢাকা: করোনা পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সিগুলোর কর্মচারীর বেতন ও অফিস ভাড়া দেওয়ার প্রয়োজনে ফেরতযোগ্য শর্তে লাইসেন্স জামানতের অর্ধেক পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সির কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য বায়রার আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে মানবিক কারণে লাইসেন্স জামানতের অর্ধেক (৫০%) পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

‘রিক্রুটিং এজেন্সিগুলোকে জামানতের ৫০ শতাংশ টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদনের সাথে ১ বছরের মধ্যে উক্ত টাকা অবশ্যই ফেরত দেওয়া হবে, এই মর্মে রিক্রুটিং এজেন্সিকে ৩শ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালক, বিএমইটি বরাবর অঙ্গীকারনামা দিতে হবে। ’

ফেরতযোগ্য জামানতের উক্ত ৫০ শতাংশ অর্থ র্নিধারিত সময়ের মধ্যে ফেরত দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি যে সব এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সে সব রিক্রুটিং এজেন্সির আবেদন বিবেচিত হবে না বলেও ওই অফিস আদেশে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০ 
জিসিজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।