ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তেলে ৫ ও চিনিতে ৩ টাকা দাম কমিয়েছে সিটি ও মেঘনা গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৪, ২০২০
তেলে ৫ ও চিনিতে ৩ টাকা দাম কমিয়েছে সিটি ও মেঘনা গ্রুপ

ঢাকা: ভোক্তাদের সুবিধার্থে রমজানে প্রতি লিটার ভোজ্যতেলে ৫ টাকা ও প্রতি কেজি চিনির দাম ৩ টাকা কমিয়ে বিক্রি শুরু করেছে সিটি ও মেঘনা গ্রুপ।
 

সোমবার (০৪ মে)  বাণিজ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সঙ্গে আলোচনার পর জাতীয় দুর্যোগময় মুহূর্তে ও ভোক্তা সাধারণের সুবিধার্থে পবিত্র রমজান মাসে সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৩ টাকা কমিয়ে বিক্রয় করছে।

দেশের চলমান পরিস্থিতি ও রমজানে সরকারের প্রচেষ্টা ও সযোগিতার সঙ্গে সংগতি রেখে এবং ভোক্তা সাধারণের সুবিধার্থে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা ৪ মে থেকেই কার্যকর করা হয়েছে।

বাজারে ভোজ্যতেল সোয়াবিনের প্রতি লিটার বোতলের মূল্য ছিল ১১০ টাকা, বর্তমানে ১০৫ টাকা। ২ লিটার সোয়াবিনের প্রতি লিটার বোতলের মূল্য ছিল ২১৮ টাকা, বর্তমানে দাম ২০৮ টাকা। ৫ লিটার সোয়াবিনের প্রতি লিটার বোতলের মূল্য ছিল ৫৩০ টাকা, বর্তমানে দাম ৫০৫ টাকা। তীর প্যাকেটজাত প্রতি কেজি চিনির মূল্য ছিল ৭২ টাকা। বর্তমানে বাজার মূল্য ৬৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৪, ২০২০
জিসিজি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।