ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে খুলেছে সব ব্যবসাপ্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ১০, ২০২০
খাগড়াছড়িতে খুলেছে সব ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের ঘোষণা অনুযায়ী টানা প্রায় দেড় মাস বন্ধ থাকার পর খাগড়াছড়িতে খুলেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

করোনা ভাইরাস ঝুঁকির মধ্যেই রোববার (১০ মে) সকাল থেকে খুলতে শুরু করে এ সব ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের পর জেলার বাইরে থাকা ব্যবসায়ী ও কর্মচারীরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন।

জেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, সরকারি সিদ্ধান্তের পর গত ৮ মে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে খাগড়াছড়ি শহর সেই চিরচেনা রূপ ফিরেছে। শহরের অলি-গলি দখল করে নিয়েছে ইজিবাইক। শহরে জনসমাগম বেড়েছে। তবে লঙ্ঘিত হচ্ছে নিরাপদ শারীরিক দূরত্ব। এতে করে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে ব্যবসায়ীরা নিরাপদ শারীরিক দূরুত্ব নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১০, ২০২০
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।