ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ মে ভ্যাট সার্কেল অফিস খোলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ১০, ২০২০
১৫ মে ভ্যাট সার্কেল অফিস খোলা

ঢাকা: করদাতাদের ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সার্কেল অফিসসমূহ ১৫ মে (শুক্রবার) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১০ মে) এনবিআর থেকে পাঠানো এক অফিস আদেশে একথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, প্রচলিত ভ্যাট আইন অনুযায়ী করদাতারা এপ্রিল ২০২০ কর মেয়াদের রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত।

সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে সাপ্তাহিক ছুটির দিন বিধায় এদিন করদাতারা রিটার্ন দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলসমূহ জুমার নামাজের বিরতি দেখে বিকেল ৪টা (প্রয়োজনের বেশি সময় খোলা রাখা যাবে) পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বোর্ডের ওই সিদ্ধান্ত অনুযায়ী সার্কেল অফিসসমূহ খোলা রাখার জন্য বলা হলো। ওই সময়ে কর্মকর্তারা করোনা সংক্রান্ত সর্তকতা ও  নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করবেন। কমিশনাররা এ বিষয়ে মনিটরিং করবেন বলেও অফিস আদেশে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ১০, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।