ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবশেষে বুধবার খুলছে খুলনার নিউমার্কেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১২, ২০২০
অবশেষে বুধবার খুলছে খুলনার নিউমার্কেট

খুলনা: করোনা প্রতিরোধে জনসমাগম এড়াতে খুলনায় ঈদের আগ পর্যন্ত নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।

রোববার (১০ মে) দুপুরে নিউমার্কেট মালিক সমিতির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার (১২ মে) তা থেকে সরে আসেন ব্যবসায়ীরা। নতুন সিদ্ধান্ত অনুসারে বুধবার (১৩ মে) খুলে দেওয়া হবে নিউমার্কেট।

খুলনা নিউমার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোর বাংলানিউজকে জানিয়েছেন, সব স্বাস্থ্যবিধি মেনেই বুধবার থেকে নিউমার্কেট খোলা হবে।

এদিকে, খুলনার ডাকবাংলাসহ সব মার্কেট খুলে দেওয়ায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। খুলে যাওয়া এসব মার্কেটে কোথায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১২, ২০২০
এমআরএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।