ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় শেষ মুহূর্তে আতর-টুপির দোকানে ভিড়

কাওছার উল্লাহ আরিফ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০২০
বগুড়ায় শেষ মুহূর্তে আতর-টুপির দোকানে ভিড়

বগুড়া: ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। এ উৎসবে পূর্ণ আয়োজনে প্রয়োজনীয় সব উপকরণ কেনাকাটা হলেও অনেকের বাকি রয়েছে আতর-টুপির পর্বটি। তাই এসব কিনতে শেষ সময়ে দোকানে ভিড় করছেন ক্রেতারা।

রোববার (২৪ মে) দুপুরে বগুড়া শহরের নিউমার্কেটে অবস্থিত কেন্দ্রীয় বড় মসজিদ এলাকার আতর-টুপির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।

মার্কেট ঘুরে দেখা যায়, অনেক ক্রেতারা তাদের পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে টুপি পছন্দ করছেন।

অন্যদিকে সুগন্ধি, আতরের দোকানে ক্রেতার হাতের ঘষা দিয়ে তা পরখ করিয়ে দিচ্ছেন বিক্রেতা। সবমিলিয়ে করোনার ভাইরাসের সংক্রমণের মধ্যেও মানুষ ঈদ আনন্দটা পরিপূর্ণ করার চেষ্টায় ব্যস্ত।

শহরের বড় নিউ মার্কেটের এ এলাকা তুলনামূলক বড় না হলেও সময়ের ব্যবধানে গড়ে উঠেছে একাধিক দোকান। ঈদকে সামনে রেখে এসব দোকানে বিপুল পরিমাণ বাহারি ডিজাইনের টুপি ও দেশ-বিদেশের নামকরা সুমিষ্ট সুগন্ধি আতরের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

...

নিউমার্কেট এলাকার আব্দুর রহমান, সাইদুল ইসলাম, ইনছানসহ একাধিক ব্যবসায়ী বাংলানিউজকে জানান, ঈদ মুসলমানদের অন্যতম উৎসব। এসময় তাদের বেচাকেনা বেড়ে যায়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৃষ্ট পরিস্থিতিতে এ বছর বেচাকেনা অনেকটাই কম। প্রতি বছর রমজানে বাহারি ডিজাইনের টুপি, দেশ ও বাইরের নামিদামি ব্র্যান্ডের আতর, সুরমা, জায়নামাজ, পাগড়ি, লাঠি, মেসওয়াক, ছোট-বড় রুমালসহ সব ধরনের আইটেমের পণ্য আমদানি করেন তারা। এবার করোনার কারণে অনেক কিছুই ব্যতিক্রম হয়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, রমজানের শুরু থেকেই এসব পণ্য কিনতে আসেন ক্রেতারা। তবে মূল বিক্রি শুরু হয় দশ রমজানের পর থেকে। চাঁদ রাতে সবচেয়ে বেশি বিকিকিনি হয়। যা চলে ঈদের দিন সকাল পর্যন্ত। এবার প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে (সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা) চলছে বেচাকেনা। তবে আজকের দিনে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা চলবে।

ফরহাদ হোসেন, লিটন, আল মুমিন, ওয়াহেদ ফকির, মতিউর রহমানসহ একাধিক ক্রেতা বাংলানিউজকে জানান, ঈদে কেনাকাটার তালিকার সব আইটেম কেনা শেষ করেছেন তারা। এখন আতর, টুপি, সুরমা কিনলেই পরিপূর্ণতা আসবে।

বগুড়ার মার্কেটে ভালো ও মধ্যম কোয়ালিটির টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ২৫০ টাকা, আতরের দাম ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।