ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জীবন বীমায় নতুন এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
জীবন বীমায় নতুন এমডি জীবন বীমায় নতুন এমডি

ঢাকা: জীবন বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্যাটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদফতরে রেজিস্ট্রার এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
 
বৃহস্পতিবার (৬ আগস্ট) এসব পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
সূত্র জানায়, জীবন বীমা করপোরেশনের এমডি হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে নিয়োগ দেওয়া হয়েছে। প্যাটেন্ট ডিজাইন ও ট্রেড মার্ক অধিদফতরের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুস সাত্তারকে।
 
এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বনিককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০ 
এমআইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।