ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএনভি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ডিএনভি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ  ছবি: শাকিল

ঢাকা: অনন্ত গ্রুপের ডিএনভি ক্লথিং লিমিটেডের শ্রমিকদের বেতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক।

 

বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গার্মেন্টস মালিকরা দায়িত্বহীন, এরা লুটপাটকারী। গার্মেন্টসে নানাভাবে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকদের টাকায় দেশ চলে। ডিএনভি ক্লোথিংকে তিন মাসের বেতনসহ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে।  

ডাকসুর ভিপি নুরুল হক নুরু বলেন, শ্রমিকরা সভ্যতা নির্মাণের সুতিকাগার। শ্রমিকদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল হয়। অথচ আজ শ্রমিকরা তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত।  

তিনি বলেন, অনন্ত গ্রুপের ডিএনভি ক্লথিংকে অবিলম্বে শ্রমিকদের নায্য পাওনা দিতে হবে। শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা অনন্ত গ্রুপকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের পাওনা বেতন আদায়ে ছাত্র সমাজ পাশে থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।