ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকের ৯০ শতাংশ শাখা অনলাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
ব্যাংকের ৯০ শতাংশ শাখা অনলাইনে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ৯০ শতাংশ শাখাতে এখন অনলাইন লেনদেন হচ্ছে।

চলতি বছরের এপ্রিল শেষে ব্যাংকগুলোর মোট শাখার পরিমাণ ১০ হাজার ৫৯২টি।

২০১৯ সালের ডিসেম্বর শেষে শাখা ছিল ১০ হাজার ৫৬৮টি। বর্তমানে ৫৯টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম চলছে।

চলতি বছরের এপ্রিল শেষে ব্যাংকগুলোর অনলাইন শাখার পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৫৮০টি। যা মোট শাখার ৯০ দশমিক ৪৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের ই-ব্যাংকিং এবং ই-কর্মাস পরিসংখ্যান ইউনিট থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে আরও বলা হয়েছে, মার্চ মাসেও ব্যাংকগুলোর মোট শাখা এবং অনলাইন শাখার পরিমাণ এটাই ছিল। অর্থাৎ এসময় কোনো ব্যাংক নতুন কোনো শাখা খোলেনি।  

তবে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক গ্রিন ব্যাংকিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাস শেষে ব্যাংকগুলোর মোট শাখা ছিল ১০ হাজার ৫৫৩টি। যার মধ্যে অনলাইন শাখা ছিল নয় হাজার ৫৭৭টি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।