ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একাদশ শ্রেণির ভর্তি ফি বিকাশ করলেই ইংরেজি কোর্স ফ্রি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
একাদশ শ্রেণির ভর্তি ফি বিকাশ করলেই ইংরেজি কোর্স ফ্রি!

ঢাকা: নাজমুল সাহেবের বন্ধু জামান সাহেব ফোন করেছেন। সাধারণ খোঁজখবর নেওয়ার পরই জানতে চাইলেন, ভাবির সঙ্গে ফাইট নাকি? তোকে খুব চিন্তিত মনে হচ্ছে! নাজমুল সাহেব হেসে উঠে জানালেন যে, মেয়ের কলেজে ভর্তির প্রসেসিং শুরু হয়েছে।

তাই আবেদন, রেজিস্ট্রেশন, পেমেন্ট- এসব নিয়ে চিন্তায় তার মাথা ধরে যাচ্ছে! 

জামান সাহেব অবাক হয়ে বলেন, তুই জানিস না? এবার একাদশ শ্রেণিতে ভর্তির পুরো প্রসেসিং বাড়িতে বসেই করা যাবে! আর ভর্তি ফি বিকাশ করলে কোনো চার্জ দিতে হবে না! সঙ্গে বিকাশের পক্ষ থেকে স্টুডেন্টরা বিবিসি জানালার ইংলিশ কোর্সের সাবস্ক্রিপশন পাবে ফ্রি-তে। নাজমুল সাহেব বেশ অবাক হয়ে বিস্তারিত জানতে চাইলেন।

জামান সাহেবের কাছে জানা যায়, ২০২০ শিক্ষাবর্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি এখন বিকাশ করা যাবে কোনো চার্জ ছাড়াই। আর নিশ্চিন্তে ভর্তি ফি বিকাশ করা যাবে ঘরে বসেই।  

এছাড়া অ্যাপ থেকে ভর্তি ফি বিকাশ করলে স্টুডেন্টদের জন্য বিকাশ বিবিসি জানালার ইংলিশ কোর্সের সাবস্ক্রিপশন দেবে ফ্রি-তে। এজন্য প্রথমে বিকাশ অ্যাপ থেকে ‘পে বিল’ সিলেক্ট করতে হবে।  

এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করতে হবে। তারপর বোর্ডের নাম, পাসের বছর সিলেক্ট করে রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। ফি-এর পরিমাণ চেক করে বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ‘পে বিল’ করতে হবে।  

সঙ্গে সঙ্গেই মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং একই সঙ্গে অ্যাপে বিলের ডিজিটাল রিসিট জেনারেট হবে। মোবাইলের কনফার্মেশন এসএমএসটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। দুই বন্ধুর কথার মাঝেই জামান সাহেবের দেখানো উপায়ে নাজমুল সাহেব তার মেয়ের কলেজের ভর্তি ফি বিকাশ করে দিলেন।  

আপনার সন্তানও কি এবার একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে? তাহলে দেরি না করে আপনিও আপনার সন্তানের একাদশ শ্রেণিতে ভর্তি ফি বিকাশ করতে পারেন। আর ভর্তি ফি বিকাশ করলেই আপনার সন্তান বিবিসি জানালার ইংরেজি কোর্সে সাবস্ক্রিপশন করতে পাবে ফ্রি-তে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।