ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করা সিপিডির ব্যবসা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
‘আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করা সিপিডির ব্যবসা’

ঢাকা: করোনা ভাইরাস মহামারির মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হয়েছে। তবে করোনার প্রভাবে প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে।

গড় আয় হয়েছে দুই হাজার ৬৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার ৮৫ টাকা ধরলে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। এক্ষেত্রে গড়ে প্রত্যেকের মাসিক আয় ১৪ হাজার ৬২০ টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার আয় বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য নিয়ে সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।  

>>>বিদেশি নাগিরকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ হচ্ছে: অর্থমন্ত্রী

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১০ বছর সিপিডি আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। আর এটা সিপিডির ব্যবসা এবং সহজ ব্যবসা। আমাদের তথ্য–উপাত্ত ব্যবহার করেই তারা (সিপিডি) অনেক অনুষ্ঠান করে।

সোমবার (১৭ আগস্ট) চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় মন্ত্রী এ কথা বলেন।

সিপিডির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বের করার দরকার নেই। এ দেশের খাল-বিল, নদী-নালা, গ্রামীণ অবস্থা এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের কী অবস্থা।

অর্থমন্ত্রী বলেন, সিপিডি এ দেশের রাস্তাঘাট দেখে না। তারা আমাদের তথ্য গত ১০ বছর কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। আমরা বাজেট দিলেই সিপিডির অনুষ্ঠান করার সময় হয়। বিবিএস’র তথ্য সঠিক। অনেকে বিবিএস’র তথ্য ব্যবহার করে থাকে। অথচ সিপিডি আন্দাজ নির্ভর কথা বলে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমআইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।