ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাংনীতে রূপালী ব্যাংকের ৫৭৪তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
গাংনীতে রূপালী ব্যাংকের ৫৭৪তম শাখা উদ্বোধন

ঢাকা: মেহেরপুর জেলার গাংনী উপজেলায় রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই শাখা উদ্বোধন করেন।  

এতে ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও অরুন কান্তি পাল।  

খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম শচীন্দ্রনাথ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।