ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

লালমনিরহাট: বন্দরের পার্কিং চার্জ হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হঠাৎ করে বন্দরের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনলোড-আপলোড করতে পার্কিং চার্জ হিসেবে গাড়ি প্রতি টোকেনের মাধ্যমে ১৬০ টাকা করে দিতে হতো বন্দর কর্তৃপক্ষকে। কিন্তু সেই অর্থ কোথায় যায় বা কারা ভোগ করত, তা অজানা ব্যবসায়ীদের। বন্দরটি চালু রাখতে এ বন্দরে বেশ কিছু চার্জ মওকুফ থাকলেও স্থানীয়ভাবে ঠিকই আদায় করা হয়। পার্কিং চার্জটিও স্থানীয়ভাবে ঘোষিত একটি চার্জ। সেই পার্কিং চার্জ পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার (২২ আগস্ট) গাড়ি প্রতি ৪০০ টাকা করে আদায় করতে শুরু করে বন্দর কর্তৃপক্ষ। সকালে বেশ কয়েকটি গাড়ির চার্জ নতুন নিয়মে আদায় করা হয়। পরে ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জোটবদ্ধ হয়ে বাড়তি পার্কিং চার্জ বাতিলের দাবিতে আমদানি-রফতানি বন্ধ করে বন্দরের গেটে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ থামানোর চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ।

চার্জ বাড়ানোর বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম বাংলানিউজকে বলেন, চালকরা পণা ওঠা-নামা করতে দেরি করেন। দ্রুত গাড়ি সরানো নিয়ে একটু ঝামেলা হয়েছে। যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। চার্জ বাড়ানো হয়নি।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বাংলানিউজকে বলেন, বন্দরে ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন শুনেছি। তবে কি কারণে, তা জানা নেই।  

বন্দরে দীর্ঘদিন ধরে টোকেনের মাধ্যমে আদায় করা ১৬০ টাকা কোথায় যায়? কারা নেন? সেটা তিনি জানেন না বলেও দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।