ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেপসিকো বাংলাদেশে নিয়ে এলো নতুন স্লাইস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
পেপসিকো বাংলাদেশে নিয়ে এলো নতুন স্লাইস

ঢাকা: পেপসিকো বাংলাদেশে লঞ্চ করলো নতুন ফর্মুলাটেড ম্যাংগো ড্রিংক স্লাইস।  

সুপারস্টার ক্যাটরিনা কাইফকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সঙ্গে নিয়ে আকর্ষণীয় লেবেলে, নতুন ক্যাম্পেইন নিয়ে বাজারে লঞ্চ হয়েছে স্লাইস।

সারাদেশের ভোক্তারা রোববার (২৩ আগস্ট) থেকেই রসালো আমের অসাধারণ স্বাদে মন মাতানো স্লাইস লুফে নিতে পারবেন।

বাংলাদেশে পেপসিকো’র একমাত্র অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম বেভারেজেস লিমিটেড স্লাইস ম্যাংগো ড্রিংক প্রস্তুত এবং বাজারজাত করছে।
  
স্লাইস ম্যাংগো ড্রিংক নিয়ে ক্যাটরিনা কাইফ বলেন, বাংলাদেশে স্লাইস লঞ্চের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। বছরের পর বছর এদেশের মানুষ আমাকে যে গভীর ভালবাসা দিয়েছে, আমার বিশ্বাস স্লাইসের সঙ্গে আমার এই নতুন যাত্রাকেও এদেশের মানুষ ঠিক একইভাবে ভালোবেসে যাবেন।

ক্যাম্পেইন সম্পর্কে পেপসিকো’র এরিয়া কান্ট্রিস এর মার্কেটিং ডিরেক্টর নাসিব পুরী বলেন, নতুন এবং আরও উন্নত স্বাদের অভিজ্ঞতা খোঁজা ভোক্তাদের সংখ্যা বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে। এদেশের ভোক্তাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে আমরা সবসময় বদ্ধপরিকর।

পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, পেপসিকোতে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এমন পণ্য নিয়ে আসা যা ভোক্তাদের জীবনে নতুন কিছু নিয়ে আসবে এবং তাদের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভালোভাবে প্রস্তুত করা হবে। দেশব্যাপী আমের প্রতি ভালোবাসা ও জনপ্রিয়তাকে বিবেচনায় রেখে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলাদেশে স্লাইস লঞ্চ করেছি। বিশ্বব্যাপী স্লাইস ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয় এবং আশা করি স্লাইসের প্রতি সেই ভালোবাসা এদেশের ভোক্তাদের মধ্যেও ছড়িয়ে যাবে।

ট্রান্সকম বেভারেজস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খুরশীদ ইরফান চৌধুরী বলেন, পেপসিকোর সঙ্গে আমাদের গভীর সম্পর্ককে সঙ্গী করে আমরা বাংলাদেশে অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ড নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যাটরিনা কাইফকে নিয়ে আমরা মজাদার ম্যাংগো বেভারেজ স্লাইস লঞ্চ করতে পেরে আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৭৪৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।