ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার কেসিসির ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
বুধবার কেসিসির ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২০-২০২১ অর্থবছরের ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট বুধবার (২৬ আগস্ট) ঘোষণা করা হবে। ওইদিন নগর ভবনে বাজেট ঘোষণা করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

কেসিসির সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে কেসিসির বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকার। সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ টাকায়। ২০১৯-২০২০ অর্থবছরে বাজেটের শতকরা ৬৭ দশমিক ৩৫ ভাগ অর্জিত হয়েছে। বর্তমান মেয়রের দ্বিতীয় বাজেট হতে যাচ্ছে এটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান মেয়রের মেয়াদকালের প্রথম অর্থ বছর ২০২০-২১ এ ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হলেও তার শতভাগ বাস্তবায়ন হয়নি। তাই চলতি বাজেটের আকার কমছে বিগত অর্থ বছরের ঘোষিত বাজেটের ৩৮ ভাগ।

২০১৮-১৯ অর্থ- বছর ৬৩৭ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করে কেসিসি। আর গেল অর্থ বছর ২০১৯-২০ এ ৮৬৫ কোটি টাকার মেগা বাজেট ঘোষণা করে কেসিসি। কিন্তু বাজেট বাস্তবায়নে নানা প্রতিকূলতার জন্য এ বছর বৃহৎ বাজেট ঘোষণা থেকে পিছু হটছে কেসিসি। ফলে গত অর্থ বছরের চেয়ে প্রায় ৩০০ কোটি কমানো হচ্ছে এবারের বাজেটের আকার।

কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম বাংলানিউজকে বলেন, এবারের বাজেটেও কোনো প্রকার কর বৃদ্ধি করা হবে না। নতুন অর্থ বছরে প্রাধান্য পাবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যখাত, প্রযুক্তিগত উন্নয়ন ও কনজারভেন্সি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।