ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায় করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায় করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নেওয়া ঋণ, লিজ ও অগ্রিমের কিস্তি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত না দিলেও তা খেলাপি হবে না।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি আকার ধারণ করেছে। বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাবের কারণে ঋণগ্রহীতাদের আর্থিক ক্ষতি ও ঋণের অর্থ পরিশোধের বিষয় বিবেচনায় নিয়ে ১ জানুয়ারি থেকে বিদ্যমান ঋণ, লিজ, অগ্রিমের শ্রেণিমান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

এই সময় ঋণ-লিজ-অগ্রিমের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনঃনির্ধারিত হবে। অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সংখ্যক কিস্তি বকেয়া থাকবে সমসংখ্যক কিস্তি বৃদ্ধিপূর্বক পরিশোধ সূচি প্রণয়ন করতে হবে।

ঋণ, লিজ, অগ্রিমের ওপর সুদ-মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে এতসংক্রান্ত বিদ্যমান নীতিমালা বলবৎ থাকবে এবং এসময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি-চার্জ-কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা থেকে বিরত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।