ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজয়ীদের পুরস্কৃত করলো ভিশন ইলেকট্রনিকস ও রিগ্যাল ফার্নিচার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
বিজয়ীদের পুরস্কৃত করলো ভিশন ইলেকট্রনিকস ও রিগ্যাল ফার্নিচার ...

ঢাকা: ভিশন ইলেকট্রনিকস ও রিগ্যাল ফার্নিচারের র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।  

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

  

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিশন ও রিগ্যালের বিভিন্ন পণ্য কিনে কুপন পান ক্রেতারা। সেখান থেকে প্রতি সপ্তাহে ১ জন ক্রেতা লটারির মাধ্যমে পেয়েছেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল এয়ার টিকেট। পণ্য ক্রয় ছাড়াও শুধু প্যাভিলিয়নটি পরিদর্শন করেও কুপন পূরণের মাধ্যমে প্রতি সপ্তাহে একজন করে পেয়েছেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার টিকেট।
 
ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আমাদের অনুষ্ঠান করতে দেরি হলো। তাছাড়া বর্তমানে বিদেশ ভ্রমণে বিধিনিষেধের কারণে আমরা বিজয়ীদের এয়ার টিকেটের পরিবর্তে সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দিয়েছি।

ভিশন ইলেকট্রনিকসের হেড অব অপারেশন নুর আলম, মো. রাশেদুজ্জামান ও মাহাবুবুর রহমান, রিগ্যাল ফার্নিচারের হেড অব অপারেশন শফিউল আলম খান ও হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।