ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
এবি ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: এবি ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

 

এবি ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ব্যাংকের লিস্টিং ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

গত ১২ এপ্রিল এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৩৮ বছর পূর্ণ করেছে। এ পরিক্রমায় গত ২০১৯ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে দুই হাজার ২৮৪ কোটি টাকায় ও ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৫৭ কোটি টাকায় যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৩ দশমিক ৩৩ শতাংশ বেশি।

সভায় মোস্তাক আহমদ চৌধুরী ও সাজির আহমেদকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও সভায় ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভায় এক্নাবীন, চার্টাট অ্যাকাউট্যান্টসকে ২০২০ সালের নিরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের চেয়ারম্যান মো. এ (রুমী) আলী। এ সময় সভায় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ও পরিচালকরা ছাড়াও শেয়ারহোল্ডার এবং পৃষ্ঠপোষকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।