ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিরোজপুরে কাঁচা মরিচের ঝাল বেশি

এইচ এম লাহেল মাহমুদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
পিরোজপুরে কাঁচা মরিচের ঝাল বেশি ছবি: বাংলানিউজ

পিরোজপুর: ‘কাঁচা মরিচের ঝাল খুব বেশি। আর দাম বেশি হওয়ায় এর ঝাঁঝ আরও বেড়ে গেছে।

তাই ভাবছি কাঁচা মরিচ ছাড়াই তরকারি রান্না করবো’।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে কথাগুলো বলছিলেন পিরোজপুর পৌরসভা এলাকার সিআইপাড়ায় বসবাস করা স্কুলশিক্ষিকা নুরুন্নাহার বেগম।  

স্কুলশিক্ষিকা নুরুন্নাহার বলেন, সকালে সবজি কেনার জন্য পিরোজপুর সদরের কাঁচা বাজারে আসি। সবজি কেনা শেষে কাঁচা মরিচের জন্য দোকানদারকে দাম জিজ্ঞাসা করলে দোকানদার কেজি ৪০০ টাকা দরে ১০০ গ্রাম মরিচের দাম চান ৪০ টাকা। সেখান থেকে মরিচ না কিনে ফিরে আসি স্থানীয় ধামুদর ব্রিজের উপর। সেখানে থাকা সিরাজুল ইসলামের দোকানে গেলে তিনিও মরিচের দাম একই রকম চান। তাই এত চড়া দামে মরিচ না কিনেই বাসায় ফিরে যাচ্ছি।  

সরেজমিনে বাজারে ঘরে দেখা গেছে, কাঁচা মরিচ সাড়ে ৩০০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।  অধিকাংশ দোকানে মরিচের সংকট। দু’একটা দোকানে মরিচ পাওয়া গেলেও তার দাম চড়া। বলতে গেলে সাধারণের ক্রয়ের বাইরে।

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন আগে অতিরিক্ত পানিতে গাছ মরে যাওয়ায় মরিচ পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশি দামে মরিচ ক্রয় করতে হয়। আর ক্রয় অনুযায়ী কেজি প্রতি ২০-২৫ টাকা ব্যবসা করছেন তারা।  

স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের পিরোজপুর বাজারে সাধারণত খুলনা থেকে আসা কাঁচা মালামাল বিক্রি হয়। আর খুলনা মোকামে কাঁচা মরিচ পাওয়াই যাচ্ছে না বলে চলে। সামান্য কিছু পাওয়া গেলেও তা আকাশ ছোঁয়া দামে ক্রয় করতে হচ্ছে। তাই ক্রয়মূল্য অনুযায়ী আমাদেরও বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।