ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে ডিএসই মোবাইল

ঢাকা: সাইবার হামলার আশঙ্কায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন প্ল্যাটফর্ম ‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা রোববার (১৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।

এ দিস ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাইবার হামলার আশঙ্কায় ডিএসই কর্তৃপক্ষ মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন প্ল্যাটফর্ম ‘ডিএসই মোবাইল’ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া। যা রোববার রাত ৮টা থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা শুধু লেনদেন কার্যদিবসে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এক্সচেঞ্জ, বিনিয়োগকারী এবং জাতীয় বৃহৎ স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিনিয়োগকারীরা আবার ডিএসই মোবাইল অ্যাপ স্বাভাবিক ভাবে ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছে ডিএসই।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।