ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চীনা দূতাবাসের সামনে উইগুর অ্যাক্টিভিস্টের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
চীনা দূতাবাসের সামনে উইগুর অ্যাক্টিভিস্টের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের সামনে উইগুর অ্যাক্টিভিস্ট রুশান আব্বাসের প্রতিবাদ

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের সামনে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে আটক পরিবারের সদস্যদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন উইগুর অ্যাক্টিভিস্ট রুশান আব্বাস।

উইগুর আমেরিকান অ্যাক্টিভিস্ট রুশান তার বোনের আটকের দ্বিতীয় বার্ষিকীতে গত রোববার চীনা দূতাবাসের সামনে পরিবারের সদস্যদের নিরাপদ মুক্তির দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উইগুর নারীরা ধর্ষণ, নির্যাতন এবং চীনাদের হাতে গণহত্যার শিকার হচ্ছেন বলেও দাবি করেন রুশান আব্বাস।

চীনের জিনজিয়াং প্রদেশের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের অ্যাডভোকেট রুশান আব্বাস সংবাদ সংস্থা এএনআই’কে বলেন, আধুনিক এই বিশ্বে— পূর্ব তুর্কিস্তানের (জিনজিয়াং) উইগুর নারীরা তাদের জাতি ও ধর্মের কারণে অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে। প্রজনন ক্ষমতার কারণে চীনা রাষ্ট্র তাদের হুমকি হিসেবে গণ্য করছে।

বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে রুশান আরও বলেন, উইগুর নারীরা ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত এবং আপাতদৃষ্টিতে অকল্পনীয় নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হচ্ছে। এইসব অপরাধ চীন সরকারের দ্বারা সংঘটিত হচ্ছে বলেই কি গোটা বিশ্ব নীরব? চীন গণহত্যা চালাচ্ছে— সেলিব্রেটি নারীবাদীরা কোথায়?

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।