ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপার দাম নির্ধারণ করে দিলো বাজুস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
রূপার দাম নির্ধারণ করে দিলো বাজুস রূপার দাম নির্ধারণ করেছে দিলো বাজুস

ঢাকা: প্রথমবারের মতো দেশের বাজারের রূপার দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের মতো রূপাও চারটি ক্যারেটে আলাদা দামে বিক্রি করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলারী সমিতির এক বিজ্ঞপ্তিতে রূপার দাম নির্ধারণের খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলারী সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণী বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।

 বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসই/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।