ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তরা ব্যাংকের ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
উত্তরা ব্যাংকের ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত .

ঢাকা: ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরা ব্যাংক লিমিটেডের ‘ব্যবসা উন্নয়ন ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলন-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা) ও মো. আশরাফ-উজ-জামান।  

সম্মেলনে বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তা এবং উত্তরা ব্যাংকের সব শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।