ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া-মিলাদ মাহফিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া-মিলাদ মাহফিল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।  

এছাড়া ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সিবিত্র নেতাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
পিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।