ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফলোআপ চিকিৎসায় দুবাই গেলেন অর্থমন্ত্রী   

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
ফলোআপ চিকিৎসায় দুবাই গেলেন অর্থমন্ত্রী   

ঢাকা: চোখের ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হন।

 

গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাস উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা নিতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।

আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা বা কাছাকাছি সময়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।