ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-১৮

আ.লীগের প্রার্থীকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
আ.লীগের প্রার্থীকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শুভেচ্ছা

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্ত হওয়ায় মো. হাবিব হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এম এ রাজ্জাক খান রাজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. হাবিব হাসান সমর্থন জানিয়ে গত ৭ অক্টোবর মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ নিজ বাসভবনে এক আলোচনাসভা ও প্রীতিভোজের আয়োজন করেন।

ওই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, মো. হাবিব হাসান (প্রার্থী), ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় কাউন্সিলররাসহ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান বজলুর রহমান ও হাবিব হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।