ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমদানি-রপ্তানি উন্নয়নে বেনাপোল বন্দর পরিদর্শন এনবিআর চেয়ারম্যানের

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
আমদানি-রপ্তানি উন্নয়নে বেনাপোল বন্দর পরিদর্শন এনবিআর চেয়ারম্যানের মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সংশ্লিষ্টরা, ছবি: সংগৃহীত

বেনাপোল: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন। সেখানে বন্দর অবকাঠামো উন্নয়ন, পণ্য আমদানি-রপ্তানি সহজীকরণ এবং সঠিক রাজস্ব আদায়ের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

শুক্রবার (০৯ অক্টোবর) মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেভাবে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। করোনা ভাইরাস মহামারির মধ্যও দেশের জিডিপি বাড়ছে। যা আবার অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে।

এসময় তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তাসহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সবাই মিলে মিশে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশে বাস্তবায়ন হবেই, ইনশাল্লাহ! 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক মামুন তরফদার, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সহকারী পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর বেনাপোল বন্দরে রহমাতুল মুনিমের এটাই প্রথম সফর।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।