ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির ইসলামিক ব্যাংকিং সেবা ‘‌তাকওয়া’র যাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইউসিবির ইসলামিক ব্যাংকিং সেবা ‘‌তাকওয়া’র যাত্রা

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইসলামিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি তাকওয়া’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শরিয়া নীতিমালার মধ্যে সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ইউসিবি।

সোমবার (১২ অক্টোবর) আনুষ্ঠনিকভাবে এ ব্যাংকিং সেবার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে ইউসিবির ভাইস চেয়ারম্যান ও শরিয়া সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান বজল আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক বশির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য মোহম্মদ শওকত জামিল, শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য অধ্যাপক এএফএম আকবর হোসেন, সদস্য ড. কেএম সাইফুল ইসলাম খান, সদস্য ড. মোহাম্মাদ নাসির উদ্দিন (আজহারি), সদস্য ড. মোহাম্মদ মানজুরুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।