ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা: করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংক দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এ লক্ষ্যে সোনালী ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত তিন সপ্তাহব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর নিউলি অ্যাপয়েন্টেড সিনিয়র অফিসার/অফিসার ক্যাশ শীর্ষক ছয়টি প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়।

স্টাফ কলেজের প্রিন্সিপাল বেগম মাহবুবা আহসানের সভাপতিত্বে অনলাইনে যুক্ত থেকে কোর্সগুলোর উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাফ কলেজের ডেপুটি জেনারেল ম্যানেজার বেগম আকলিমা ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, ফ্যাকাল্টি মেম্বার ও দেশের বিভিন্ন প্রান্তের প্রশিক্ষণার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।