ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোক্তা ঋণের প্রভিশন ২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ভোক্তা ঋণের প্রভিশন ২ শতাংশ

ঢাকা: এখন থেকে সবধরণের ভোক্তা ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে দুই শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে বাড়িনির্মাণ ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হবে এক শতাংশ।

এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আগে ব্যাংকগুলো সবধরণের ভোক্তা ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতো। ক্রেডিট কার্ডের বিপরীতে করতো দুই শতাংশ। এখন থেকে ২ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে বাড়িনির্মাণ ঋণের বিপরীতে আগের মতোই ১ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকগুলোর বৈঠকে ব্যাংকের নির্বাহী এ দাবি তোলেন। তারা সবধরণের ভোক্তা ঋণের বিপরীতে ২ শতাংশ প্রভিশন র্নিধারণ করার দাবি করেন। তারই আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।