ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫১তম উপশাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫১তম উপশাখা উদ্বোধন ..

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫১তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আকবরশাহতে ওই শাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী আকবরশাহ উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডির প্রধান আব্দুল মোতালেব এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মো. সোহেল, অলঙ্কার মোড় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।