ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘মেলার আদলে মাসব্যাপী সেবা পাবেন করদাতারা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
‘মেলার আদলে মাসব্যাপী সেবা পাবেন করদাতারা’ সভায় বক্তব্য রাখছেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক

সিলেট: আয়কর মেলা না হলেও দফতরে স্বতঃস্ফূর্তভাবে করদাতারা সেবা পাবেন বলে জানিয়েছেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক।
 
তিনি বলেন, আয়কর মেলার আদলে সিলেট কর অঞ্চলের সবক’টি দফতরে করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন এবং সবধরনের সেবাও পাবেন।

 

রোববার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।
 
কর কমিশনার বলেন, বিগত ২০১২ সাল থেকে সারাদেশের মতো সিলেট কর অঞ্চলেও আয়কর মেলার আয়োজন করে আসছে। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরিবেশে সিলেট কর অঞ্চলের আওতাধীন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটি সার্কেলে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা নিতে পারবেন করদাতারা।
 
এছাড়া মাসব্যাপী সেবা দেওয়ার লক্ষ্যে সিলেট কর অঞ্চলের নয়া সড়ক ভবনের নিচতলায় একটি কর তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এসব তথ্য সেবা কেন্দ্রে ইটিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ, আয়কর রিটার্ন সংক্রান্ত বিভিন্ন ফরম সরবরাহ, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্য সরবরাহ এবং কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
 
সভায় কর কমিশনার বলেন, করদাতারা নভেম্বরের প্রথম সপ্তাহে কর দিয়ে গেলে মাসের শেষ দিকে ভিড় কম হবে। আর করোনা পরিস্থিতির জন্য সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে রিটার্ন দাখিল ও সেবা দেবেন তারা। সব অফিসে একই আদলে সেবা দেওয়া হবে।
 
তিনি আরও বলেন, যাদের আগের কোনো বিনিয়োগ দেখাতে পারেননি, এবার অর্থ আইনের মাধ্যমে ১৯এএএএ, ১৯এএএএএ ও ১৯বিবিবিবিবি ধারার মাধ্যমে সিকিউরিটি বিনিয়োগ, অপ্রদর্শিত সম্পত্তিতে বা ভবনে বিনিয়োগ নির্দিষ্ট হারে আয়কর দেওয়ার মাধ্যমে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এ আইনের আওতায় অপ্রদর্শিত সম্পত্তির ওপর কর দিলে অন্য কোনো আইনে কেউ বিপত্তিতে পড়তে হবে না। সিলেটের করদাতাদের এ সুযোগ গ্রহণ করে জাতীয় উন্নতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর কমিশনার বলেন, কর অঞ্চল সিলেটে করদাতার সংখ্যা বাড়াতে জরিপ কার্যক্রম চলমান ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জরিপ কাজ বন্ধ রাখা হয়। তবে অচিরেই আবার এ কার্যক্রম শুরু করা হবে। তাছাড়া প্রতিবছর বাজেটের আকার বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্বের লক্ষ্যমাত্রাও বাড়ছে। এ বছর সিলেট কর অঞ্চলের লক্ষ্যমাত্রা ৯৯১ কোটি টাকা। করোনা পরিস্থিতির কারণে এ লক্ষ্য অর্জন সম্ভব না হলে কাছাকাছি পৌঁছাবেন বলে আশাবাদী সিলেট কর অঞ্চল। কেননা সিলেটের লোকজন কর প্রদানে সবসময় পজিটিভ।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সায়ীদ সোহেল, যুগ্ম-কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী ও পঙ্কজ লাল সরকার, উপ কর-কমিশনার (সদর ও প্রশাসন) মো. আবু সাঈদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।