ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

ঢাকা: ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ চলতি বছরের শেষ দুই মাসকে ‘অনলাইন শপিং ফেস্টিভ্যাল’ হিসেবে ঘোষণা করেছে। যেখানে নির্ধারিত কিছু অনলাইন শপ থেকে কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই ৫ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

ঘোষিত ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এসি ছাড়াও সকল হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ এবং স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। একই সুবিধা রয়েছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যেকোনো এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকদের মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পণ্য বা সেবা কিনতে হবে।

নির্ধারিত ১৬টি অনলাইন শপ হলো- শাদমার্ট, ঘর বাজার, ডায়বেটিস স্টোর লিমিটেড, আরএম অনলাইনবিডি, মেডিস্টোর বিডি, ফ্রাগরেন্স বিডি, ফার্নিচারবাড়ি, বহু বাংলাদেশ লিমিটেড, বিডি অনলাইনমার্ট, বাংলার গঞ্জি, হোসেন এন্টারপ্রাইজ, লুক্সোটিক্স, লাবুফ্লুটস, ক্যাজুয়াল পোলো বিডি, মাদার কেয়ার বিডি এবং বাজার-৭১। এসব অনলাইন শপে গ্রাহকরা তাদের কেনাকাটার ওপর ১০ শতাংশ করে ডিসকাউন্ট পাবেন।

নির্ধারিত সময়ে একটি ‘নগদ’ অ্যাকাউন্ট  থেকে একজন গ্রাহক ১০ শতাংশ বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

অফারটি উপভোগ করতে ‘নগদ’-এর ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শর্তাবলী মেনে কেনাকাটা করতে হবে। ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি থেকে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে এই ডিসকাউন্ট অফারটি প্রযোজ্য নয়। এ ছাড়া একজন গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ‘নগদ’-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে। এ ছাড়া ‘নগদ’ গ্রাহক সেবা ১৬১৬৭ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।