ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব ও সেবা জমা দেওয়া যাবে রূপালী ব্যাংকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
রাজস্ব ও সেবা জমা দেওয়া যাবে রূপালী ব্যাংকে ছবি: বাংলানিউজ

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে সরকারের রাজস্ব ও সেবা ফি জমাদান কার্যক্রম চালু হয়েছে। ঢাকা মহানগরের ৬০টি শাখা দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) চালান জমা বিষয়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে রূপালী ব্যাংক।

রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, খান ইকবাল হোসেন, গোলাম মতূর্জা, মো. আবুল খায়ের সহ সকল জিএম, সিএফও মো. শওকত জাহান খান,এফসিএমএ, জোনাল ম্যানেজার ও ৬০টি শাখার ম্যানেজারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।