ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি অর্থবছর থেকে ছয় চিনিকলে আখ মাড়াই বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
চলতি অর্থবছর থেকে ছয় চিনিকলে আখ মাড়াই বন্ধ চিনিকল বন্ধের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিপুল পরিমাণ দেনা ও অব্যাহত লোকসানের কারণে চলতি ২০২০-২১ অর্থবছর থেকে আখ মাড়াই বন্ধ রাখা হচ্ছে দেশের ছয়টি সরকালি চিনিকলে।
 
সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

 

এতে বলা হয়েছে, চিনি আহরণের হার, আখের জমি, মিলের দক্ষতা, লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনা করে চলতি আখ মাড়াই মৌসুমে ১৫টি চিনিকলের মধ্যে ছয়টিতে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আগামী মৌসুমে আখ মাড়াই বন্ধ থাকবে আরও তিনটি চিনিকলে।

যেসব চিনিকলে আখ মাড়াই বন্ধ থাকবে সেগুলো হলো- পাবনা সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, রংপুর সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, শ্যামপুর সুগার মিল ও সেতাবগঞ্জ সুগার মিল।

পরিপত্রে বলা হয়েছে, যেসব মিলে আখ মাড়াই বন্ধ থাকবে সেসব মিলের শ্রমিকদের অন্য মিলে বদলি করা হবে। বন্ধ হওয়া মিল এলাকার কৃষকদের কাছ থেকে সরকার আখ ক্রয় করে চালু মিলগুলোতে সরবরাহ করবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।