ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ দিনব্যাপী বিজনেস কনফারেন্স করল আকিজ সিরামিক্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
২ দিনব্যাপী বিজনেস কনফারেন্স করল আকিজ সিরামিক্স

ঢাকা: কক্সবাজারে দুই দিনব্যাপী (২-৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে আকিজ সিরামিক্স লিমিটেডের বিজনেস কনফারেন্স।

সোমবার (৭ ডিসেম্বর) ওই কোম্পানি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, আকিজ সিরামিক্স, রোসা এবং অরা এই ৩টি ব্র্যান্ডের বিজনেস অ্যাসোসিয়েটদের নিয়ে আয়োজন করা হয়েছিলো এবারের বিজনেস কনফারেন্স ‘ওয়েলকাম টু দ্য ফিউচার’।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েটদের প্রতি তাদের নিরলস সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং উভয়পক্ষের মধ্যে ব্যবসায়িক সু-সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।  

এ অনুষ্ঠানে আকিজ সিরামিক্সের নতুন ২টি প্রোডাকশন লাইন চালু করার মাধ্যমে ভবিষ্যতে আরও নতুন পণ্য এবং পণ্য উৎপাদনের সংবাদ ঘোষণা করা হয়। একইসঙ্গে আকিজ সিরামিক্সের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও তাদের গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।

আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর সেল্স অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্সের সেল্স এবং মার্কেটিং টিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।