ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নবাবগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন  

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
নবাবগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন

  প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): প্রবাসী কল্যাণ ব্যাংকের ৬৬তম শাখা উদ্বোধন করা হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়।  

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর নবাবগঞ্জ বাজার সংলগ্ন নাফিজ হোসেন কমপ্লেক্সের ৩য় তলায় ফিতা কেটে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এবনুজ জাহান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, সদর কলাকোপা  ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, মো. ফরহাদ হোসেন, এসইও একেএম মনিরুজ্জামান, সৈয়দ ইমরান হোসেন, শাখা ব্যবস্থাপক আকরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।