ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে বিডা’র ১৪টি নতুন সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
অনলাইনে বিডা’র ১৪টি নতুন সেবা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন করে যুক্ত হয়েছে ১৪টি নতুন সেবা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবাসমূহ প্রাপ্ত হবেন।

যেসব সেবা পাওয়া যাবে: পরিবেশ অধিদপ্তরের ১২টি (পরিবেশগত ছাড়পত্র দেওয়া (লাল); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (সবুজ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ); অবস্থানগত ছাড়পত্র দেওয়া; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড্‌ অনুমোদন ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের ১টি বৈদেশিক কোম্পানি (ব্রাঞ্চ/লিয়াজো/রিপ্রেজেন্টেটিভ অফিস) রেজিস্ট্রেশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ১টি ১ম এডহক শিল্প আইআরসি সুপারিশ দেওয়াসহ মোট ১৪টি সেবা এবং পূর্বের ২১টি সেবা, সর্বমোট ৩৫টি বিনিয়োগ সেবা এখন থেকে বিনিয়োগকারীরা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রাপ্ত হবেন।

জুম প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল অনুষ্ঠানের শুরুতে বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস এর উপরে ভার্চ্যুয়াল প্রেজেন্টেশন করেন, এসময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।