ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরে গাড়ির নিলাম ১ বছর স্থগিত চায় বারভিডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মোংলা বন্দরে গাড়ির নিলাম ১ বছর স্থগিত চায় বারভিডা

ঢাকা: করোনা মহামারির ফলে দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের আর্থিক প্রণোদনা আমাদের জন্য খুব জরুরি বলে জানিয়েছেন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রেসিডেন্ট  আবদুল হক।  

এজন্য মোংলা বন্দরে গাড়ির নিলাম এক বছরের জন্য স্থগিত এবং বারভিডা লেভি আদায় কার্যক্রমে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা গাড়িগুলির নিলাম স্থগিতকরণ, করোনা দুর্যোগের ক্ষয়ক্ষতির ফলে সরকারের আর্থিক প্রণোদনার আবেদন ও বারভিডা লেভি আদায় কার্যক্রমে সৃষ্ট প্রতিবন্ধকতার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আমদানি করা গাড়িগুলোর নিলাম কার্যক্রম জরুরিভিত্তিতে এক বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়ে তিনি বলেন, করোনা বিপর্যয় থেকে পুনরুদ্ধারে সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজে ‘বিশেষায়িত খাত’ হিসেবে বারভিডার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, করোনা মহামারি পরিস্থিতির কারণে এপ্রিল ও মে মাসে বারভিডা সদস্যদের ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত প্রায় ৪শ শোরুম বন্ধ থাকায় গাড়ি বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ ছিল এবং খাতটি  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।  

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের এক স্থায়ী আদেশ বলে মোংলা কাস্টম হাউস সম্প্রতি বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম কার্যক্রম শুরু করেছে। ফলে এ খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজস্ব আহরণ বিঘ্নিত হচ্ছে, বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ব্যাংকের বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে।  
 
করোনা দুর্যোগের বিপুল আর্থিক ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মানবিক কারনে বারভিডা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম কার্যক্রম জরুরিভিত্তিতে এক বছরের জন্য স্থগিত রাখার জোর দাবি জানায়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।