ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজয় দিবসে দেশব্যাপী মাস্ক বিতরণ ইয়ামাহার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
বিজয় দিবসে দেশব্যাপী মাস্ক বিতরণ ইয়ামাহার

ঢাকা: ব্যতিক্রমি বিভিন্ন আয়োজনের জন্য সবসময়ই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মোটরসাইকেলের অন্যতম ব্র্যান্ড ইয়ামাহা। এরই ধারাবাহিকতায় এবার বিজয় দিবসে করোনা সচেতনতায় দেশব্যাপী মাস্ক বিতরণ করেছে ইয়ামাহা।

‘মাস্ক রাখবে নিরাপদ তোমাকে, আমাকে, সবাইকে’ এ স্লোগানে বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মাস্ক বিতরণ করেছে কোম্পানিটি। ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর বিলকিস মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি এবং বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কায় সরকার করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সেইসঙ্গে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরই ধারাবাহিকতায় ইয়ামাহার এ সময়োপযোগী আয়োজন।

দেশব্যাপী এ আয়োজনে ইয়ামাহা বাংলাদেশের কর্মকর্তারা ও ইয়ামাহা রাইডারস্ ক্লাবের সদস্যরা অংশ নেন।

এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেলের ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টির বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।