ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় শপিংমল প্লানেট এসআর উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
কুমিল্লায় শপিংমল প্লানেট এসআর উদ্বোধন

ঢাকা: সম্প্রতি কুমিল্লাতে শপিংমল প্লানেট এসআর-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ইউসিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপিংমলের উদ্বোধন করেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির এসইভিপি ও স্পেশাল এসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহ আলম ভূঁইয়া, ইউসিবির এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ল্যান্টাস হোল্ডিংস এর চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।