ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাফার সম্মাননা পেল লংকাবাংলা ফাইন্যান্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
সাফার সম্মাননা পেল লংকাবাংলা ফাইন্যান্স

ঢাকা: সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ২০১৯ সালের সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে যৌথ দ্বিতীয় রানার আপ, করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজার (সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড) ক্যাটাগরিতে প্রথম রানার আপ ও ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ স্থান লাভ করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ, আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক, সাফার ভাইস প্রেসিডেন্ট এ কে এম দেলওয়ার হুসেইন, এফসিএমএ এবং মেম্বার কাউন্সিল ও পাস্ট প্রেসিডেন্ট আইসিএবি, আরসিপিএআর অব কাউন্সিল, আইসিএবির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ-এর থেকে পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।