ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ম্যাক্স গ্রুপের পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ম্যাক্স গ্রুপের পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড এর সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যদিয়ে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট্র্যাক বাইক, এ-১ ম্যাক্স ক্রোকারিজ পণ্যসহ বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্য ছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকরা।


 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) ইভ্যালি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মহাখালিতে ম্যাক্স গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক ও ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশিদ তূর্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
 
এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান গুলো ইভ্যালিতে যুক্ত করতে পেরেছি এবং স্বল্প মূল্যে ভালোমানের পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছে। আশাকরি ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে এক সঙ্গে কাজ করে যাবো।
 
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাদী চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।