ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসিসিআই'র নতুন সভাপতি রিজওয়ান রাহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ডিসিসিআই'র নতুন সভাপতি রিজওয়ান রাহমান ডিসিসিআই'র নতুন সভাপতি রিজওয়ান রাহমান, সহ-সভাপতি এন কে এ মবিন এবং মনোয়ার হোসেন।

ঢাকা: ঢাকা চেম্বর অব কর্মাস আ্যান্ড ইন্ডাস্ট্রি'র (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন রিজওয়ান রাহমান।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইনে অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৯তম বার্ষিক সাধরণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবর ঘোষণা করে দায়িত্বভার প্রদান করা হয়।

 

ঢাকা চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান ২০২১ সালের জন্য ডিসিসিআই'র সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া এন কে এ মবিন এবং মনোয়ার হোসেন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পরিচারকরা হলেন- গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ সম্রাট এবং নাসিরউদ্দিন এ ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০২০
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।