ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিবিএইচ’র এমডি ও সিইও হলেন নাসিমুল বাতেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ডিবিএইচ’র এমডি ও সিইও হলেন নাসিমুল বাতেন

ঢাকা: ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন নাসিমুল বাতেন।  

এর আগে, তিনি ডিবিএইচের ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগের অনুমতি দেয়।  

নাসিমুল বাতেন ১৯৯৮ সালের শুরুতে ডিবিএইচে যোগ দেন এবং দীর্ঘ ২৩ বছর এ প্রতিষ্ঠানে হেড অব বিজনেস, হেড অব অপারেশনস, হেড অব হোম লোনস, হেড অব ব্রাঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ডিবিএইচকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।