ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ওয়ান ব্যাংকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের ‘ওয়ান ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর জন সরকার, এইচআরসি ফ্যামেলী অব কোম্পানিজের মহাব্যবস্থাপক মিজানুর রহমান এবং ব্যাংকের বোর্ড সেক্রেটারি ও ইভিপি এম ফরহাদ হোসেন খান উপস্থিত ছিলেন।  

টুর্নামেন্টে ওয়ান ব্যাংক, এইচআরসি ফ্যামেলি অব কোম্পানিজের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।