ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেলো স্পিড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেলো স্পিড

ঢাকা: টানা তৃতীয়বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড স্পিড।

রোববার (৩ জানুয়ারি) ওই কোম্পানি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, কার্বোনেটেড বেভারেজ ক্যাটাগরিতে স্পিড অর্জন করে দেশের এক নম্বর ব্র্যান্ডের স্বীকৃতি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী।

আর এ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’।  

ভোক্তা ও দেশের জনসাধারণের মধ্যে স্পিড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

পণ্যের গুণগতমান, ভোক্তা সাধারণের ভালোবাসা, ডিস্ট্রিবিউটর, সেলস টিম এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সব কর্মকর্তা ও কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে স্পিড টানা তৃতীয়বারের মতো অর্জন করলো দেশের এক নম্বর ব্র্যান্ডের স্বীকৃতি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।