ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ণ স্বপ্ন নিলয় কন্ডোমিনিয়ামের সুযোগ-সুবিধা হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
রূপায়ণ স্বপ্ন নিলয় কন্ডোমিনিয়ামের সুযোগ-সুবিধা হস্তান্তর

ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পের সুযোগ-সুবিধা অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর করেছে রপায়ণ গ্রুপ।  

সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে ৮৫ কাঠা জমির উপর নির্মিত দেশের সফল কন্ডোমিনিয়ামে প্রতিশ্রুতি অনুযায়ী কমিউনিটি সেন্টার, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর প্লে গ্রাউন্ড, আউটডোর প্লে গ্রাউন্ড এবং মসজিদের সুবিধা থাকছে এখানে।

 

সম্প্রতি প্রকল্পের সুযোগ-সুবিধা হস্তান্তরের জন্য রূপায়ণ স্বপ্ন নিলয় পরিদর্শন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।  

এল এ মুকুল সবাইকে নিয়ে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রথমেই উদ্বোধন করেন কমিউনিটি সেন্টার। এরপর সুইমিংপুল, জিমনেসিয়াম ও আউটডোর প্লে গ্রাউন্ড পরিদর্শন শেষে অ্যাসোসিয়েশনের অফিস রুম এবং ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা আবদুল গাফফার, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান ও নির্বাহী পরিচালক (সেলস) এহসানুর রহমান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম মাহবুব আলম, প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ তৌফিক, সেক্রেটারি কাজী আরিফুর রহমান, ট্রেজারার মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য মেহেদী হাসান রাজীম এবং ফ্ল্যাট মালিক মো. জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।