ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের ডিএমডি কবীর আহমেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
এনআরবিসি ব্যাংকের ডিএমডি কবীর আহমেদ

ঢাকা: এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কবীর আহমেদ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এর আগে কবীর আহমেদ ব্যাংকটির সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)। তিনি ১৯৯১ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন।

পর্যায়ক্রমে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে কাজ করেন। ২০১৩ সাল থেকে কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকে কর্মরত রয়েছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।